9/03/2024
আজ সারা দিন কি করলাম তেমন একটা কিছুই বলতে পারছি না। তবে। বেশ কিছু বিষয় পড়াশোনা করেছি। পেরেন্টিং সম্পর্কে মালয়েশিয়া থেকে একটা রিসার্চ পেপার বের হঢয়েছে সেটা ডাউনলোড দিয়ে প্রিনৃট করেছি।
অনলাইনে চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে বেশ কিছু আর্টিকেল পড়েছি। রাতে ক্লাস হয়েছিলো জুম ক্লাস সেখানে জয়েষ হয়েছি।
নতুন করে আবার প্লান লিখতে হবে সেটা লিখতেছি। সাপোর্টের কিছু ভিডিও ছিলো সেগুলো দেখেছি। এবং ডিসকোর্টে নতুন সাপোর্ট সিস্টেমে জয়েন হয়েছি।