7/03/2024

আলহামদুুলিল্লাহ! আজকে ফজরের নামাজটা পড়তে পেরেছি।   এবং 10/15 মিনিট হেঁটে  এসে রান্না-বান্না করেছি। রোকন বাড়িতে যাবে গতকাল রাতে খায়নি। তাই সে যাতে খেয়ে যেতে পারে সেই চিন্তাটাও করলাম। তারপর খাওয়া দাওয়া  সেরে কাজে বসসলাম।

বাড়িতে কথা বলার কথা কিন্তু কেউ ফোন ধরছে না। তারপর আপাকে ফোন দিলাম। প্রথমে ধরে নাই তারপর আপা বেক করেছে। আপা ফোন দিলেই জিজ্ঞেস করে কিরে অবস্থা।  এখনো বলার মতো  কোন অবস্থা তৈরি হয়নি। তাই সঠিক উত্তর দিতে পারি না। আজকে পোলা পানের পড়া লেখা নিয়ে বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা হলো। 

তারপর বিকালে আব্বার সাথে কথা হলো তারপর টাকার কারণে আমার ফোন টা কেটে আর বেক করতে পারিনি। আমার মনে হয় আব্বার ফোনেও টাকা ছিলো না তাই আব্বুও বেক করতে পারে নাই। 

প্ল্যান সাবমিট করেছি। 

স্টোরি নিয়ে কিছু থিংক করেছি। 

সিলেবাস ও ক্লাস সিস্টেম নিয়ে কাজ করেছি। 


Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু