17/03/2024

সাহরি খাওয়ার জন্য উঠি রাত ৪:১৫ তে। সাহরি খেয়ে রুমেই নামাজ আদায় করি। দুজনে মিলে। ঘুমাই সকাল প্রায় ১০:৩০ পর্যন্ত। আগের দিন নিয়ত করেছিলাম ৮ টায় উঠবো। ৮ বাজে। উঠা হয়েছিলো ঠিকই। কিন্তু পরে আবার শুয়ে পরি। 
তার মানে দিনের শুরুটাই হয়েছে নিজের সাথে মোনাফেকি করে। 

কুরআন তেলাওয়াত শেষ করি তখন মনে হয় ১১:১০ বাজে।
এরপর কি করবো সেটা নিয়ে ভেবেছিলাযম কিছুক্ষণ। তারপর ক্লাস দেখা শুরু করি। 
এরপর জোহরের নামাজ আদায়করি। জোহরের পর‌ও ক্লাস দেখেছি। 
এবং রান্না করলাম। 
তারপর চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে কিছু রিসার্চ করলাম।
এশার নামাজ পরলাম বিবি মসজিদ। 
বেশকিছু দিন ধরে ভাবছি বাড়িতে ফোন দিবো কিন্তু কেন আর দেওয়া হয় না। 
বাবা মা বোন কেমন আছে। সেটার খুঁজ -খবরও নিচ্ছি না। তাদের রোজা কেমন যাচ্ছে। কি দিয়ে ইফতার করছে? সাহরিতে কি খাচ্ছে? 
হে আল্লাহ বাবা মাকে হেল্প করার মতো সামর্থ দান করো। তোমার দীনের জন্য আমাকে কবুল করো।  

Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু