16/3/2024







 আমি আজ সারাদিন কি করলাম? গত কিছুদিন থেকে মনে হচ্ছে আমি  আগা গুড়া একটা নিগেটিভ পরিবেশে আছি। না পারছি কিছু করত না পারছি বের হতে। ঘুম থেকে উঠে গোসল করলাম । কিন্তু তারপা কি করলাম? বিবাহ বা পারিবারিক জীবন নিয়ে কাজ করতে চাচ্ছিলাম তাই সেটা নিয়ে কিছু রিসার্চ করলাম।  এবং কিছ পড়াশোন করলাম। এখন কথা হলো এটা কি আমার অন্য কাজের তুলনায় গুরুত্বপূর্ণ ছিলো। 

তাহলে গুরুত্বপূর্ণ কোনটা ছিলো আগের দিন কোন আজকের কাজ নোট করি নাই ফলে কোনটা গুরুত্বপূর্ণ আর কম গুরত্বপূর্ণ  তা জানি না। তাই সামনে যেটা মনে হয়েছে সেটা নিয়েই কাজ করেছি। তাই সময় কিভাবে গত হলো সেটা বলতে পারি না। 
এর কোর্স দেখলাম। মগরিবের পর টিউশনিতে গেলাম। 

এরপর তারাবির নামাজ পড়লাম আট রাকাত। বিবি মসজিদে নামজ পড়েছি। বাসায় এসেছি এখনো বিতরের নামাজ পড়া হয়নি। 

আর-রাহিখুল মাখতুম পড়লাম। 102 নাম্বার পৃষ্ঠাটিতে একটা লাইন নিয়ে ভাবেত  ভাবতে আর সামনে পড়া হলো না।    এখানে যা চিন্তা করলাম তা নিজের মতো করে সাজিয়ে লিখে রাখার চেষ্টা করলাম। বুক রিডিং এবং রিভিওতে। 
1;14 AM

Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু