দানে মন ভালো হয়। 12/02/2024 12:10 PM

 গত কাল  আরশানের বাসা থেকে আসিছিলাম। খুব দ্রুত হেঁটে চলে আসছিলাম। মহিলা কলেজের সামনের মেইন গেইটে আসতেই একজন ভিক্ষুকের দিকে নজর যায়। সে বলছে পেটে অনেক ক্ষুধা। আমি শুনে আসছিলাম। অনকে দূর চলেওে আসছিলাম। তার পরে আবর মনে হলো না আমি যখন ক্ষধার্ত হই তখন  এবং খাবার কিছু থাকে না। তখন আমি তো ঠিক এমনই ফিল করি যেমনটা সে ফিল করছে।  এইদিকে আমার হাতে কোন টাকা নাই। আরেকজনের Wifi এর  150 টাক দিয়েছিলো সেটাই পকেটে। আছে । আবার ঘরে বাজার নেই। বাজারও করতে হবে। চিন্তা করলাম আমাদেরটা তো কোন কোন ভাবে মেনেজ হয়ে যাবে। ওর কি হবে। লোকটা প্রতিবন্ধি চলতে পারে না। হাঁটতে পারে ন। তাই। একটু বেশি মায়া  হলো। আর তা ছাড়া এই গারিব অসাহায়দের দেখলে আমার আত্মার ভিতর মুচর দিয়ে উঠে আমি ঠিক থাকতে পারি ন। যিদিও  এখন টাকার কারণে আমি তাদে সহযোগীতা করতে পারছিনা। 

তাই বল্লাম ভাত খাবেন? জি লোকটা বললো। 

চলেন। আমি বল্লাম। 

লোকটা আসতে লাগলো চলতে পারে না। হেচরে হেচরে আসছে। আমার খুব মায়া হচ্ছিলো ভাবছিলাম রিক্সায় করে নিয়ে  নেই। কিন্তু রিক্সায় করে নিলে তাকে আর ভাত খাওয়াতে পারবো কিন। সে চিন্তাও মাথায় আছে।   এ চিন্তা করে পরে আর রিস্কায় করে যাইনি। 

অর্ধেক পথ আসেতই আমার মনে হলো টাকাটা দিয়ে দেই সে কিছু খেয়ে নিবে। তাই করলাম। 100 টাকা দিয়ে বল্লম দোয়া করবেন। 



Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু