পুরা পাতিল ২৮/০২/২০২৪ - ১:৪৮AM

 




রাত ১:৪৩ বাজে । শুয়ে আছি কিন্তু ঘুম আসছে না। হঠাৎ মনে হলো কি যেন চুলায় বসিয়ে আসছিলাম। প্রায় ঘন্টা খানেক আগে বা তারো। সামান্য তরকারি। ভাবলাম গরম করে রেখে দেই সকালে অল্প কয়টা ভাত রান্না করে খেয়ে নিবো। কিন্তু আর মনে নেই। চুলায় বসিয়ে শুয়ে পরেছি। মনে নেই। কি করবো? হঠাৎ মনে হলো। ততক্ষণে সব ছাই। 

Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু