গত তিন দিন 18/02/24 7:16AM
গত তিন চার দিন। চলে কারো হাতে টাকা নেই। রোকনের হাতেও না। এমনকি আমার হাতেও না। আবার এ দিকে ঘরে বাজার সদাই কিছু নেই। শুধু চালা আছে। তরিতরকারি কিছুই নেই। কি দিয়ে ভাত খাওয়া হবে তাও জানা নেই। আবার এদিকে এনামের শালা বহিস্কৃত হয়ে এখানে উঠেছে। আমরা খাই বা নাই খাই তাতে কোন সমস্যা না। আমরা না খেয়ে পড়ে থাকলে কেউ দেখবে না। এটা মেনে নিতে পারবো। কিন্তু যে লোকটা নতুন আসছে। তাকে কি খাবার দিবো।
আমাদের পরিচিত একজন আছে আড়ং মাঠের পাশে বসে কাচা বাজার বিক্রি করে। যখন ্ে ে একেবারে আর হচ্ছিলো না। তখন তার কাছ থেকে আনতে গেলাম। কিন্তু দুর্ভাগ্যবশত এই ভদ্রলোককে পাইনি। তার মানে কি খাবো আজও অজানা। নামকা ওয়াস্তে পেটে কি দিচ্ছি তাও জানি না। তাই গতকাল রোকনে এক চাচতো ভাই দাওয়াত দেয়। সেখানে আর না করি নাই কারণ গত তিন চারদিন ধরে খাবার তেমন হচ্ছে না। আজ সকালে রান্না বান্না হয় নাই। খাওয়াও হয় নাই। কারণ আজ দুপুরে দাওয়াত আছে। পেঠে এত ক্ষুধ লেগেছে যে আর সহ্য করতে পারছি না। যাক তারপরেও এক বেলার খাবার তো ব্যবস্থা হবে। এবং পেট ভরে খাওয়া যাবে। পরিশেষে খাওয়া হলো। এবং রাত তো কিছু নেই । কি করবো। চিন্তুা করে। সেখান থেকে কিছু আনা যায় কিনা এই ফন্দিা করলাম। সবশেষে সেখান থেকে রাতের খাবার টা মেনেজ করে নিয়ে আসলাম।
আজ রাতে কন্টেন্ট করার দরকার। কিন্তু কন্টেন্ট করবো কোথায়? কোন জায়গায়। আমাদের রুমে করার জায়গা নেই এনামের শালার পরীক্ষা। সে ঘুমাচ্ছে। শাহিন ভাইয়ের বাসায় গেলাম। সে ঘুমিয়ে আছে। মনে হচ্ছে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে শুয়েছে এখন ডাক না দেওয়টা ভালো হবে। আবার তখন রাত প্রায় 12টা বাজে। সেখান থেকে বেক করলাম। ফিরে আসলাম। সেদিন আর কন্টেন্ট হলোনা। তারপর রাতে ক্লাস দেখে ঘুমালাম।
গতকাল (17/02/2024) আবার েই-কেবের অনুষ্ঠান গিয়েছে। সেখানে মেন্টর গিয়েছে। OTA এর অনক ভাই গিয়েছে। সুন্দর একটা নেটওয়ারকিংয়েল দিন ছিলো হয়তো কিন্তু টাকার জন্য যেতে পারি নাই।
গতকাল একজন এক সাথে পড়ালেখা করেছি সে OTA তে জয়েন হবে। সে নাকি কাকার বাসায় গিয়েছিলো। তাই আজকে যাওয়ার পথে আমারে সাথে দেখা করতে চায়। তাকে কোথায় বসাবো। খাবার দেই বা না দেই তাকে একটা চা তো খাওয়াতে হবে সেটা দিবো কিভাবে । বা কোথা থেকে। টাকার জন্য েএই লোকটা কে মিথ্য বলতে হলো। বল্লাম আমি বাসায় নেই। অথচ বাসায় বসে আছি।
পরিশেষে বাধ্য হয়ে দোলাভাইয়ের কাছ থেকে 1000 হাজার টাকা আনলাম। ওয়াই ফাই এর বিল দিতে হবে এবং কিছু খেতে হবে।