আরফান ইসলামিক স্টরি 12/02/2024

 আরফান। বয়স 7 বাছর  চলে। সেও খুব ভালো। পড়ালে পড়তে চায়। জানতেও চায়। আমি তাকে বলেছিলাম আজকে  একটা নতুন স্টরি লিখতে হবে। সে পড়বে কোথা থেকে তার কাছে তো কোন স্টরি বই নাই। তাই বল্লাম তোমার আম্মু অথবা আব্বু বা অন্য কারো কাছ থেক  একটা স্টরি শুনবে আর সেটা লিখবে। সে তােই করলো তার মাকে গিয়ে বললো আম্মু আমাকে একটা ইসলামিক স্টরি শুনাও। তার আম্মু  তো জানে না কোন স্টরি টা তাকে ‍শুনাবে। এবং বাসায় এরকম কোন বইও নেই। তাও আবার সত্য ইসলামিক স্টরি। সেটা না হলে তো হবে না। তাই তার মা মনে হয়। কিছু বুঝে উঠতে না পেরেই মোবাইল সার্চ দিলো সেখান থেকে দেখে সন্তান কে একটা স্টরি শিখালো। এখান থেকে সন্তান কি মেসেজ পেলো 


যার বয়স মাত্র 7/8 বছর সে দেখলো যে না জানলে ইউটিউবে সার্চ দিতে হয়। এটা সে এখান থেকে শিখে গেলো তার মানে ইউটিউবের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়ে গেলো। আরেসকবার যখনই সে চাবে তখনিই ইউটিউবে সার্চ করবে। 

কিন্তু এখানে যদি একটু উল্টো হতা। তাহলে কেমন হতো। যেমন: যখন সে স্টরি শুনতে চেয়েছে তখন একটা গল্পের বই নিয়ে সেখান  থেকে একটা গল্প পড়ে তকে শুনানো হলো।  তখন বিষয়টা কেমন হবে? আজকের গল্পটা যদি তাকে মুগ্ধ করতে পারে পরবর্তিতে আবার সেই বইটা সে নিজেই পড়তে চাইবে। এভাবে তার পড়ার মানসিকতা গড়ে উঠবে। বইয়ের প্রতি আকর্ষণ বাড়বে। শিখার মানসিকতা গড়ে ওঠবে। আমার মনে হয় বড় একটা অপার্চুনিটি মিস করা হয়েছে।   

Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু