3-Days Workshop (11/02/2024)12/02/2024
![]() |
11-12/02/2024 Work Shop -01-Day |
workshop স্টার্ট হবে রাত 90:00 টা থেকে। সব কিছু নিয়ে আগে বাগেই রিডি ছিলাম। কখন ক্লাসটা শুরু হবে। তাই রেডি হয়েই বসলাম। ক্লাস শুরু হলো তো হলো টানা চারা ঘন্টা + ক্লাস হলো আমরা ব
লতেই পারিনা। প্রায় 1:30 বেজে গেলো । কারও কোন বিরক্তিবোধ হলোনা।
ক্লাস শেষ করার পর আমার ফিলিংস:
“জীবনে চলার পথে একজন পথপ্রদর্শকের প্রয়োজন হয়। যিনি তাঁর পথিকদের সঠিক পথটা দেখান। কখনো পড়ে গেলে মাথায় হাত রেখে সাহস যোগান। সামনে চলতে শেখান। আদর, স্নেহ ভালোবাসার মায়ায় তাদের আগলে রাখেন। আবার কখনো শাসনের প্রয়োজন হলে ধমকও দেন। এ যে ভালোবাসার বন্ধন সত্যি অসাধারণ। যার কোন তুলনা হয়না।
OTA আর আমাদের সবার প্রিয় মেন্টর সেই ভূমিকাটাই পালন করছেন। হাজার হাজার স্বপ্নবাজ তরুনের স্বপ্ন বাস্তবায়নে হেল্প করছেন। যার বাস্তব নমুনা হলো আজ।
রাত 9:00 টা থেকে নিরবচ্ছিনভাবে রাত 1:00 টা পর্যন্ত 500+ স্বপ্নবাজ তরুণের স্বপ্নের জার্নি। আর রাহবার আমাদের প্রিয় মেন্টর Mojtahidul islam
বাস্তব হোক সবার স্বপ্ন।
❤❤❤❤OTA❤❤❤❤
❤❤❤❤Mojtahidul islam❤❤❤❤”
![]() |
12-13/02/2024 |
500+ স্বপ্নবাজ তরুণের স্বপ্নের জার্নি- 9:00 থেকে 1:30 (প্রায় 5 ঘণ্টা।)
কেউ যখন কোন কাজকে ভালোবোসে। তখন সেই ভালোবাসার কাজটা করতে করতে কখন যে সকাল পেরিয়ে বিকেল নেমে আসে বা রাতের আঁধার গভীর হতে হতে কাক ডাকা ভোর এসে হাজির হয় টেরই পাওয়া যায় না।
গতকালকের ন্যায় আজও এক ঝাঁক স্বপ্নবাজ তরুণের স্বপ্নের জার্নিতে শামিল হতে পারলাম।
ভালোবাসি স্বপ্ন দেখতে, নতুন কিছু শিখতে, নতুন কিছু করতে, বিশ্বকে নতুন কিছু উপহার দিতে। তাই নিজেকে ঝালাই করে নেয়ার চেষ্টা। আর এ পথে আমাদের রাহবার Online Tech Academy ও আমাদের প্রিয় মেন্টর Mojtahidul Islam
13/02/2024
রোজ মঙ্গলবার
2:19AM
![]() |
13-14/02/2024 |
ক্লাস শেষ করার পর আমার ফিলিংস:
আজকে তিন দিনের জার্নি শেষ হলো। মেন্টর যখন ক্লাসের শেষ মুহূর্তে এ কথাটা বলছিলেন “Thank you আমার সাথে তিনটা দিন সময় কাটানোর জন্য। এটা সব আপনাদের কৃতিত্ব" তখন আবেগাপ্লুত হয়ে যাচ্ছিলাম। চোখ দুটো অশ্রুশিক্ত হয়ে যচ্ছিলো। আর মনে হচ্ছিলো পাগলদের এই জার্নিটা আরো যদি চলতো..........। কিন্তু তারপরেও তো শেষ করতে হবে।
আজকের জার্নিও সেই 9:00 থেকে 1:20। পাগল 500+
❤❤❤Online Tech Academy❤❤❤
❤❤❤Mojtahidul Islam❤❤❤