ড্রাইভিং লাইসেন্স- 05/02/2024
গত তিনমাস আগে টাকা দিয়েছিলাম ড্রাইভিং লাইসেন্সের জন্য। ফিঙ্গার প্রিন্ট আর ফিল্ড টেস্টের জন্য কাল ডেট। কিন্তু কোন টাকা নেই। আর কোথাও চাওয়ার অপশনও নেই। দিবো কোথা থেকে কোন সোর্স তো নাই। শাহিন ভাই আমার সাথে লাইসেন্স করার আবেদন করেছিলো। সে আমাকে বলে আপনি টাকা মেনেজ করতে পারেন নাই আাকে আগে জানাবেন না। আমার তো কোন উত্তর নেই । আমি তো আগেই ডিসিশন নিয়ে ফেলেছি। যে হয়ত এইবার আমার আর করা হবে না। এজন্য আর বলা হয়নি।
এরপর প্রায় রাত 11:00 টার দিকে এসে বলে আপনি 3হাজার টাকা মেনেজ করতে পারবেন? তিন হাজার দিলেই হবে। এখন। কালকে মাঠটা খালি আছে।
আমি বল্লাম ভাই আমার পক্ষে সম্ভব হবে না। কারণ এখন আমার কাছে টাকা নাই। শাহিন ভাই বলে্লা তাহলে আমি দিয়ে দেই আপনি কবে দিতে পারবেন। আমি বল্লাম ভাই এই মহুর্তে কবে দিতে পারবো আমি জানিনা। তখন বল্লেন ঠিক আছে তাহলে............
এমাসের বাসা ভাড়ার টাকা কোথা থেকে মেনেজ হবে জানি না। বাসা ভাড়া 2000 হাজার টাকা।