খালি পকেটে অন্যের মুখের হাসি দেখা। 22/01/2024. 10:23pm

 ছোট একটা বাচ্চাকে পড়আই। যদিও বাসায় গিয়ে পড়ানোটা আমার বড্ড খারাপ লাগে। তারপরেও প্রয়োজনের তাগিদে এক পর্যায়ে বাধ্য হয়েই করতে গেলাম। 

সে যাই হোক। ছেলেটা পড়া লেখা খুব মনোযোগ দিয়েই করে। তাই যখন ভালো পারে তখন নিজ থেকেই সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি। 

আজকে তাকে সারপ্রাইজ দেওয়ার কথা। কিন্তু পকেটে তো টাকা নাই সেই মাসের শুরু থেকে। আজকে দিবো কিভাবে ভয়ে ভয়ে আছি। 

রোকন থেকে ১৫০ টাকা নিলাম। ৩০ টাকা মোবাইলে ঢুকালাম। আর ১২০ টাকা রাখলাম। ফুচকা কিনতে প্রয়োজন ৫০টাকা এক প্লেট। দুই প্লেট কেনা যাবে। আর যদি পানি লাগে তাহলে তাও কভার করা যাবে। যাক সেভাবেই ম্যানেজ করলাম। তখনো ভয় ভয় কাজ করছিলো। আল্লাহ! কি না কি হয়ে যায়। দাম কত যেন হয় কে জানে। 

যাক পরিশেষে এক প্লেট খেয়ে আরেক প্লেট বাসায় দিয়ে পাঠিয়ে দিয়ে টাকা দিয়ে চিন্তামুক্ত হলাম। 

Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু