মনের বিরুদ্ধে 22/01/2024 2:23PM
সারা জীবন যে কাজটা আমার কাছে মনে হয়েছে নিজের অস্তিত্ব বিলীন করা কাজ। সমাজে নিজের অবস্থান দ্বীনের অবস্থানকে খাটো করার কাজ। আজ বাধ্য হয়ে সে কাজই করছি। হায় আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। অতি সিগ্রই সে কাজ থেকে বের হওয়ার তাওফিক দান করো। হে আল্লাহ। তুমি আমাকে রহম করো। দয়া করো। সাহস দাও। রিস্ক নেয়ার মানসিকতা তৈরি করে দাও।
সেই টিউশনি থেকে আমাকে রক্ষা করো। এটা আমার কাছে একটা আযাবের মতো মনে হয়।