নিজের সাথে মুনাফেকি- 7/01/2024
آية المنافق ثلاث: إذا حدث كذب، وإذا عاهد أخلف، وإذا خاصم فجر
মুনাফিকের আলামত তিনটি: যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াদা করলে ওয়াদ ভঙ্গ করে। ঝগড়া করলে গালি-গালাজ করে।
আমি তো নিজের সাথে মুনাফেকি করছি। ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করছি। প্রতিদিন প্লান করি ফজরের নামাজের সময় উঠবো কিন্তু উঠিনা । এলার্ম বন্ধ করে রেখে দেই। এবং যে কাজগুলোর নোট করে রাখি সেগুলো ফিলআপ করি না।
যে নিজের সাথে মুনাফেকি করে সে সাস্কেস হওয়ার স্বপ্ন দেখে কিভাবে ।
কেউ আমার সেথে মিথ্যা বলুক এটা কি আমি চাই? তো নিজের সাথে নিজের মিথ্যা কথা বলা কীভাবে বরদাস্ত করছি। নিজের কাছে খারাপ লাগে না?
আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না। কারো সাথে ওয়াদা খেলাফ করা পছন্দ করি না। কিন্তু নিজের সাথে নিজের মিথ্যা বলে যাচ্ছি। ওয়াদা খেলাফ করে যাচ্ছি।