সাইকেল বিক্রি 25/01/2024 2:37PM

 



4800 টাকায় বিক্রি করলাম সাইকেলটি। পকেটে  কোন টাকা ছিলো না। আজকে যে কিছু কিনে খাবো বা রান্না করার তরকারী ছিলোনা যার ফলে  সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি। আবার একটা ছেড়া পাজামা পড়ে বার বার সেটা হাতে ঢেকে রাখার চেষ্টা করছি। 
ডাল ভুনা আর ডিম দিয়ে খেতে হবে। আজকে। বেশ কিছুদিন ধরে ভালো  কিছু খেতে পারছি না। শুধু এই ভাজি আর সেই ভাজি। যাক তারপরেও আলহামদুলিল্লাহ। 
আল্লাহ তায়ালার অনেক অনেক শুকরিয়া আল্লাহ আমাকে ভালো রেখছেন। স্বপ্ন দেখাচ্ছেন। 

Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু