শুধু ভাজি 22/01/24 12:19 am
বেশ কয়দিন যাবত শুধু ভাজি ভর্তা এটা সেটা দিয়ে খাওয়া হচ্ছে। কোন মাছ গুস্ত বা ঝোলের তরাকারি নাই বল্লেই চলে। আমার একটা সমস্যা হলো যখনই খাবারে সমস্যা হবে তখনই মুখে ঘা হয়ে যাবে। তখন মুখে ঘা হয়েছে । কিচ্ছু করা যায়না। না খাওয়া যায় না কথা বলা যায়। না মুখ নাড়ানো যায়। হায় আল্লাহ এই অবস্থা কবে দূর হবে।