একেমন অবস্থা 09/01/2024


 9/01/2023

6:30 PM (বাদ মাগরিব)

আসাদ গেট কলনি জামে মসজিদ। মিনারা থেকে মাগরিবের আজান ভেসে আসছে। পাশে একটা মাঠেই বসা। প্রায়ই যাওয়া হয় এই মাঠে। কখনো বিকালে, আবার কখনো রাতে। ছোট একটি ঘরে সারাদিন আবদ্ধ থেকে থেকে যখন ক্লান্ত হয়ে পড়ি তখনই মূলত যাওয়া হয়।

কিন্তু ‌সেই মসজিদে নামাজ পড়া হয় না। আজকে কেন যেন সেখানেই পড়তে গেলাম। তাতেই সম্মুখীন হলাম জীবনের এক কঠিন বাস্তবতার।
নাম শরিফ। আমাদের পাশের ঘরেই তাদে ঘর। তার আব্বা কেন্সারে আক্রান্ত হয়ে মারা যায় বেশ কয়েক বছর আগে।

নামাজের সালাম ‘ফিরাইতেই জুব্বা পড়া মুখ ঢাকা এক ভদ্রলোক দাঁড়ালো। দাঁড়িয়ে বলছে আস্সলামু আলাইকুম! আমার আব্বা কেন্সারে মারা গেছে। আমি একজন হাফেজ। আমার আম্মা অসুস্থ । কিছু সাহয্য করবেন। আমি বাহিরে থাকবো। ”

চেহারাটা কেমন যেন পরিচিত মনে হচ্ছে। আবার ভয়েসটাও কেমন চেনা চেনা লাগছে। পরে আবার উকি দিয়ে দেখলাম কনফার্ম হওয়ার জন্য। পরে আর চিনতে বাকি রইলোনা। আমার চেনা চেনা ভাব টা বাস্তবতায় রূপ নিলো।

Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু