শূন্য পকেট 01/02/2024, 2:33AM

 ৫০০০ হাজার টাকা 💸। তাও আবার একটা টিউশনি। মনের বিরুদ্ধে। প্রয়োজনের তাগিদে এক পর্যায়ে বাধ্য হয়ে। বাসা ভাড়া আর খাওয়া-দাওয়াতেই হিসাব শেষ। পরে শূন্য পকেটে চলা। 

কিন্তু গত দু একদিন আগে চকবাজার বা পাইকারি মার্কেটে যেতে চাচ্ছিলাম। যাবো কিভাবে। টাকা তো নাই। 

এদিকে আবার ফোন শূন্য। বাড়িতে কল দিতে পারিনা। ফোনে টাকা নাই মিনিট নাই। 

Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু