TMD (Touch my door) (9/12/2023)
TMD: (Touch My Door) :
আমার OTA জয়েন হওয়ার TMD কি?
TMD মানে হচ্ছে মানুষ কেন আমার এখানে আসবে? আমার OTA সম্পর্কে ধারণা ছিলো সেই 2019 সাল থেকে। কভিটের টাইম থেকে। এক কথায় বলা চলে আমি তাদের ফানেলে ছিলাম।
লাইফে একটা ভিন্ন কিছু ও বড় কিছু করা স্বপ্ন দেখতাম। কিন্ত আমি যেহেতু মাদরাসা ব্যগরাউন্ডের ছিলাম তাই আমার গোল সেখানে থেকে ফুল ফিল হবে না। এটা আমি বুঝতে পারি। এবং সা’দ সাহেব আমাদের স্বপ্নটাকে আরো বিসৃত করেন।
আর অনলাইন আমার সবচেয়ে ভালো লাগতো । এবং সহজেই সবকিছু কেপচার করতে পারতাম। সেখান থেকেই অনলাইনে কিছু একটা করা স্বপ্ন জাগে। সা’দ সাহেবের মাধ্যমে মুজতাহিদ ভাইয়ের ব্যপারে জানতে পারি। এবং ঈদের ছুটিতে OTA এর ফ্রি কোর্স টা ফুল দেখি।
আর আমি গ্রাফিক ডিজাইন শিখেছিলাম । তিনি এ বিষয়েও কথা বলেছেন তখন আমার আরো ভালো লাগলো। তখন সেটা আমার কাছে অনেক বেনিফিটেড মনে হলো । মনে হলো আমার ড্রিম বাস্তবায়নে এই প্রতিষ্ঠানটি আমাকে হ্যাল্প করতে পারবে। এবং তারা অনেক ভ্যলুয়েবল
যা যা আমাকে আকৃষ্ট করেছিলো
- ফ্রি কোর্সের বেনিফিট, বা ভ্যালু (এটি আমাকে তাদের সম্পর্কে একটা ধারনা তৈরি করেছিলো যে, তারা হয়ত আরো ভালো কিছু জানে। এবং আমাকে হ্যাল্প করতে পারবে।)
- সাকসেস স্টোরি
- সাপোর্ট
- বিশ্বাস
এরপর করোনা শেষ হলো । আবার আমি মদরাসায় ব্যক করলাম। আরো ১বছর ইফতা শেষ করার পর মাদরাসায় খেদমত করলাম। সেখানে যাস্ট এক্সপেরিয়ন্সের জন্য এক বছর ছিলাম। কিন্তু এতদিনে আমার রশিরা উপশিরায় বিজনেস ঢুকে পরেছিলো। আবার এদিকে OTA এর সাকসেস স্টরিগুলো আমাকে আমাকে আরো আবেগাপ্লুত করতো।
আমার কনফিডেন্ট লেভেল আরো হাই করে দিতো। খেদমতে আছি তখন 2022 সাল। মনে 2022 সালের মে 14 তরিখ কোর্সটা কিনি। এরপর সে রমজানেই জব রিজাইন দেই।
তারপর 5/12/2023 তারিখে গোল্ড নেই।