ক্ষুধার্থ এক রজনি

 


রাত ২:৫২ Am। ইদানিং খুব ঘনঘন ক্ষুধা লাগছে। কারণও আছো্ সকালে বসতে হয় কাজে উঠতে হয় কখনো রাত 12টা কখনো রাত 2টা কখনো রাত 3টা বা চারটা। স্বপ্নের জয়ের আশায়। স্বপ্ন বাস্তবায়নের লক্ষে। প্রতি দিনের নেয় আজও কাজ অব্যাহত রইলো। পেটে ক্ষুধাও লেগেছে বেশ। কিন্তু আর করা এত রাতে সব কিছুই বন্ধ। তা ছাড়া হাতে নেই কোন টাকা। নেই বলেতে নেই। এক টাকাও না। যে ক্ষুধা নিয়ে আসলে অনেক কঠিন। যাক তারপরেও আমাকে সামনে যেতে।  পেটে ক্ষুধা নিয়েই আজকে ঘুমাতে হবে।  এরপরেও আল্লাহর কাছে লাখো কটি শুকরিয়া। যে আমাকে স্বপ্ন দেখতে স্বপ্নের পথে চলতে সাহায্য করছেন। 

22/12/2023

Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু