দীর্ঘ বিরতির পর
দীর্ঘদিন হলো বাড়ি থেকে এসেছি। জব ছেড়েছি। স্বপ্নের পিছনে ছুটছি। এখনো স্বপ্নের তরীতে পা রাখতে পারিনি। তবে হেঁটে চলেছি। বাড়ি যাওয়া হয় না। গাজীপুর বোনের বাসা প্রায়ই যাওয়া হতো। এখন দীর্ঘদিন হলো যাওয়া হচ্ছে না। তবে আগামীকাল যাবো। এর জন্য একটা বিষয় মাথায় আসলো- "যাবো কখন? কি দিয়ে যাবো- বাসে? নাকি ট্রেনে? আসবো কখন? আমি সিদ্ধান্ত নিলাম। বাসে বিমান বন্দর যাবো। তারপর ট্রেনে...।"
চিন্তা:
সামান্য একটা বিষয়ে এত প্লান করলাম। মাথায় সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। কিন্তু আমরা বিজনেস করতে যাবো যা প্রায় যুদ্ধের সমতুল্য। সেখানে না আছে পরিকল্পনা না আছে গোল।
16/12/2023
১:৫৬AM