সময় চলে যাচ্ছে ৫/১২/২০২৩

 রাত ০১:০১। শুয়ে শুয়ে ভাবছি। আমাকে কিছু একটা করতে হবে। জব ছেড়েছি প্রায় ৮/৯ মাস হয়ে যাচ্ছে। প্রপারলি এখনো কিছু শুরু করতে পারি নাই। সময় তো চলে যাচ্ছে তার আপন গতিতে‌। এ দিকে নিজের দায়িত্ব‌ও বেড়ে যাচ্ছে। কোন কিছু শুরু করার পর কেন যেন এক অজানা কারণে আগের আগ্রহ হারিয়ে ফেলি। বার বার মনে হয় এটা না, মনে হয় ঐটা করলে ভালো হবে। পরে আস্তে আস্তে এই শুরু করাটাও থেমে যায়। পরে আবার নতুন করে চিন্তা শুরু হয়। এর মাঝে বেশ কিছু সময়‌ ও ব্যয় হয়ে যায়। দিনশেষে কাজের কাজ কিছুই হয়না।

তবে একটা বিশ্বাস আছে যে, আমি পারবো। আমি লাইফে সফল হব। 

১:১৫AM



Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু