Allah is almighty আল্লাহ সর্বশক্তিমান (9/12/2023)
নতুন কিছু করতে ভয় ভয় কাজ করে। সব কিছুর মূলে আমার কাছে মনে হয় ভয় ভয়ঙ্কর বাধা। কিন্তু ভয় কেন? আমাদের পরিচিত বা আশপাশের কেউ আমাদেরকে সাহস যোগায় তখন মনে সাসহস পাওয়া যায়। মনে সাহসের যোগান হয়। একা থাকলে ভয় হয়। কে কি বলবে? কিন্তু আচ্ছা আমাদেরকে কে সৃস্টি করেছেন? তিনি কি সর্ব শক্তিমান না।
যদি তিনি পৃথিবির সর্ব শক্তিমান হন। এবং তিনিই আমাদের সৃষ্টি করে থাকেন। এবং তিনিই আমাদের অভয় দেখিয়েছেন। আমাদের কি তাঁর উপর পূর্ণ আস্থা আছে। যদি থাকে তাহলে দুনিয়াতে কিসের ভয়। এবং কোন কাজ করতে গিয়ে কিসের ভয়।
আমরা কি সেই মর্মস্পর্শি হৃদয় বিদারক গঠনার কথ মনে করতে পারি না। নিজের প্রিয় মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছেন এক অজানা গন্তব্যে। পথে ঘাটে হাজার বিপদ উৎ পেতে আছে। পরিশেষে শত্রুর মুখে পড়ে যায় যায় অবস্থা তখন কি বলেছিলেন তাঁর সাথীকে। “কোন ভয় পেওনা আল্লাহ আমাদের সাথে আছেন”
এই বিশ্বাস কি আমাদের আছে?
যদি থাকে, তাহলে সৎভাবে কোন কিছু করতে গিয়ে ভয় কাজে করে কেন? তার মানে হচ্ছে আমাদের বিশ্বাসের অভাব। আল্লাহ যার সাথে আছে তাহলে তার কিসের ভয়।
সুতরাং কুরআন থেকে ইন্সপায়রেশন নিতে হবে।
প্রতিদিন ফযরের নামায জামাতের সাথে নামাজ আদায় করে 40 মিনিট কুরআন পড়তে হবে ব্যাখ্যাসহ।
মানুষ যদি আমাকে সাহস দেয় তাহলে আমি সাহসি হয়ে উঠি। কিন্তু যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যিনি মহা পরাক্রমশালী, সমস্ত ক্ষমতার অথীকারী তাহলে কেন তার কাছ থেকে আমি ইন্সপায়রেশন নিতে পারছিনা। তার মানে আমার মাঝে আর আমার রবের মাঝে একটা দূরত্ব কাজ করছে।